[email protected] শুক্রবার, ৯ জানুয়ারি ২০২৬
২৬ পৌষ ১৪৩২

ইরানে বিক্ষোভের ১০ দিনে নিহত কমপক্ষে ৩৬

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ৭ জানুয়ারি ২০২৬ ১২:০২ পিএম

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে গত ১০ দিনে অন্তত ৩৬

জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্য উভয়ই রয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন প্রায় ৬০ জন। নিহতদের মধ্যে চারজনের বয়স ১৮ বছরের কম বলে জানা গেছে।
ইরানভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি (হারানা) তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। তবে দেশটির সরকার এখনো আনুষ্ঠানিকভাবে হতাহতের কোনো পরিসংখ্যান প্রকাশ করেনি।
হারানার তথ্য অনুযায়ী, ইরানের ৩১টি প্রদেশের মধ্যে ২৭টিতেই বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এসব প্রদেশের অন্তত ৯২টি শহরের ২৮৫টি স্থানে বিক্ষোভকারীরা সমবেত হয়েছেন। সহিংসতা, নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ এবং রাষ্ট্রীয় সম্পদের ক্ষয়ক্ষতির অভিযোগে এ পর্যন্ত ২ হাজার ৭৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মূলত ইরানি রিয়ালের ক্রমাগত দরপতন, লাগামহীন মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে গত ২৮ ডিসেম্বর তেহরানসহ বিভিন্ন শহরে দোকানপাট বন্ধ রেখে ব্যবসায়ীরা ধর্মঘট শুরু করেন। পরদিন ২৯ ডিসেম্বর এই আন্দোলনে বিভিন্ন পেশার মানুষ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও যোগ দেন।
এরই মধ্যে গত ২ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়ে বলেন, সরকার যদি কঠোর দমননীতি অবলম্বন করে, তবে যুক্তরাষ্ট্র ইরানে সামরিক পদক্ষেপ নিতে পারে। এই বক্তব্যের পর ইরান সরকার কিছুটা সংযত অবস্থান নেয় বলে বিশ্লেষকদের ধারণা।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, ইরান কোনো অবস্থাতেই বিদেশি চাপের কাছে নতি স্বীকার করবে না। অন্যদিকে, দেশটির বিচারমন্ত্রী গোলাম হোসেনইন মোহসেনি বিক্ষোভকারীদের ‘দাঙ্গাবাজ’ আখ্যা দিয়ে বলেন, সরকার জনগণের অভিযোগ শুনতে প্রস্তুত, তবে তা অবশ্যই আইনের সীমার মধ্যে থাকতে হবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর