[email protected] শুক্রবার, ৯ জানুয়ারি ২০২৬
২৬ পৌষ ১৪৩২

জাপানে ৬.২ মাত্রাসহ একাধিক শক্তিশালী ভূমিকম্প

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ৬ জানুয়ারি ২০২৬ ১২:১৭ পিএম

জাপানের পূর্বাঞ্চলে মঙ্গলবার সকালে শক্তিশালী ভূমিকম্পসহ

কয়েক দফা কম্পন অনুভূত হয়েছে। স্থানীয় সূত্র জানায়, সীমানে অঞ্চল ও পার্শ্ববর্তী তোত্তোরি জেলাকে কেন্দ্র করে এসব ভূমিকম্পের উৎপত্তি হয়।

স্থানীয় সময় সকাল ১০টা ১৮ মিনিটে প্রথমে ৬.২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এর অল্প সময়ের মধ্যেই ৫.১ মাত্রার আরেকটি কম্পনে পুরো এলাকা আবার কেঁপে ওঠে। এরপর কয়েকবার অপেক্ষাকৃত কম মাত্রার আফটারশক অনুভূত হয়।

জাপান আবহাওয়া সংস্থা জানিয়েছে, ভূমিকম্পগুলোর পর সুনামির কোনো আশঙ্কা নেই। তবে তারা সতর্ক করে বলেছে, আগামী কয়েক দিন বিশেষ করে পরবর্তী দুই থেকে তিন দিনের মধ্যে ৫ মাত্রার বেশি শক্তির ভূমিকম্প আবারও হতে পারে।

সংস্থাটি আরও জানায়, যেসব এলাকায় কম্পনের তীব্রতা বেশি ছিল সেখানে ভূমিধস ও পাহাড়ি অঞ্চল থেকে পাথর খসে পড়ার ঝুঁকি রয়েছে। সেসব এলাকায় বসবাসকারীদের সতর্ক থাকতে বলা হয়েছে।

এখন পর্যন্ত এই ভূমিকম্পে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সংশ্লিষ্ট বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, তাদের ব্যবস্থায় অস্বাভাবিক কিছু ধরা পড়েনি। তবে কম্পনের প্রভাবে কিছু সময়ের জন্য বুলেট ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। এছাড়া বিভিন্ন ভবনে স্থাপিত সিসিটিভি ক্যামেরায় ভূমিকম্পের কম্পন স্পষ্টভাবে ধরা পড়েছে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর