[email protected] শনিবার, ১০ জানুয়ারি ২০২৬
২৬ পৌষ ১৪৩২

ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন

নোবেল পুরস্কার গ্রহণ করায় মাচাদোকে ‘সাইড’ করে দিয়েছেন ট্রাম্প

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ৫ জানুয়ারি ২০২৬ ৯:৩৯ পিএম

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রের সেনারা আটক করেছে—এমন খবর

ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি বার্তা দেন দেশটির বিরোধী নেতা ও নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্ত মারিয়া কোরিনা মাচাদো। তিনি জানান, মাদুরোর শাসনের অবসান হয়েছে এবং বিরোধীরা সরকার গঠনের জন্য প্রস্তুত।
তবে কয়েক ঘণ্টার মধ্যেই পরিস্থিতি ভিন্ন মোড় নেয়। এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করা হয়, ভেনেজুয়েলার নেতৃত্ব কি মাচাদোর হাতে যাবে। উত্তরে ট্রাম্প বলেন, দেশ পরিচালনার মতো যথেষ্ট সমর্থন ও গ্রহণযোগ্যতা মাচাদোর নেই এবং ভেনেজুয়েলার সবাই তাকে সম্মান করেন না।
ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে দাবি করা হয়, মার্কিন প্রশাসনের অভ্যন্তরীণ সূত্রগুলো মনে করছে—নোবেল শান্তি পুরস্কার পাওয়া নিয়েই ট্রাম্প ও মাচাদোর মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প নিজেও এই পুরস্কার পেতে আগ্রহী ছিলেন। কিন্তু পুরস্কারটি মাচাদো গ্রহণ করায় তিনি অসন্তুষ্ট হন।
এক হোয়াইট হাউজ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, মাচাদো যদি পুরস্কারটি প্রত্যাখ্যান করে ট্রাম্পের প্রতি সম্মান জানাতেন, তাহলে রাজনৈতিক সমীকরণ ভিন্ন হতে পারত। তার মতে, পুরস্কার গ্রহণ করাই ছিল মাচাদোর বড় ভুল।
যদিও মাচাদো পরে সেই পুরস্কার ট্রাম্পকে উৎসর্গ করেন, তবু তাতে ট্রাম্পের অবস্থান বদলায়নি।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর