ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনের একটি ফেডারেল আদালতে হাজির করা হয়েছে। এর আগে ব্রুকলিনে অবস্থিত মেট্রোপলিটান ডিটেনশন সেন্টার থেকে তাদের হেলিকপ্টারে করে আনা হয়। পরে সাঁজোয়া গাড়িতে করে কড়া নিরাপত্তার মধ্যে আদালত প্রাঙ্গণে নেওয়া হয়।
বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, হেলিকপ্টার থেকে নামার সময় মাদুরোর হাতে হাতকড়া পরানো ছিল। এতে তিনি স্বাভাবিকভাবে নামতে পারছিলেন না, ফলে নিরাপত্তাকর্মীদের সহায়তায় তাকে নামানো হয়।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, নিকোলাস মাদুরোর বিরুদ্ধে দায়ের করা মামলার শুনানি পরিচালনা করবেন ৯২ বছর বয়সী প্রবীণ বিচারক অ্যালভিন কে. হেলারস্টেইন।
এসআর
মন্তব্য করুন: