যুক্তরাষ্ট্রে বাংলাদেশি অভিবাসী পরিবারগুলোর সরকারি সহায়তা
সরকারি সহায়তা গ্রহণ করে—এ সংক্রান্ত একটি পরিসংখ্যান প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার প্রকাশিত তথ্যে দেখা যায়, যুক্তরাষ্ট্রে থাকা বাংলাদেশি পরিবারগুলোর অর্ধেকেরও বেশি সরকারি সহায়তার আওতায় রয়েছে।
স্থানীয় সময় ৪ জানুয়ারি ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে বিশ্বের প্রায় ১২০টি দেশ ও অঞ্চলের অভিবাসীদের একটি তালিকা প্রকাশ করেন। এতে দক্ষিণ এশিয়ার প্রায় সব দেশের নাম থাকলেও ভারতের নাম অন্তর্ভুক্ত করা হয়নি। কেন ভারতকে তালিকার বাইরে রাখা হয়েছে, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।
যুক্তরাষ্ট্র সরকার অভিবাসীদের জন্য খাদ্য সহায়তা, সরকারি স্বাস্থ্যসেবা এবং বাসাভাড়া সহ বিভিন্ন ধরনের সামাজিক সহায়তা কর্মসূচি পরিচালনা করে। ট্রাম্পের শেয়ার করা তথ্যমতে, বাংলাদেশি অভিবাসী পরিবারগুলোর মধ্যে প্রায় ৫৪ দশমিক ৮ শতাংশ এসব সহায়তা গ্রহণ করে।
তালিকায় সবচেয়ে বেশি সরকারি সহায়তা গ্রহণকারী অভিবাসী পরিবার এসেছে ভুটান থেকে—যাদের হার ৮১ দশমিক ৪ শতাংশ। এরপর রয়েছে ইয়েমেন (৭৫ দশমিক ২ শতাংশ) এবং সোমালিয়া (৭১ দশমিক ৯ শতাংশ)।
দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের মধ্যে আফগানিস্তানের অভিবাসী পরিবারগুলোর ৬৮ দশমিক ১ শতাংশ, পাকিস্তানের ৪০ দশমিক ২ শতাংশ এবং নেপালের ৩৪ দশমিক ৮ শতাংশ পরিবার সরকারি সহায়তার আওতায় রয়েছে বলে তালিকায় উল্লেখ করা হয়েছে।
এসআর
মন্তব্য করুন: