[email protected] বৃহঃস্পতিবার, ৮ জানুয়ারি ২০২৬
২৫ পৌষ ১৪৩২

আজ নিউইয়র্কের আদালতে হাজির করা হবে প্রেসিডেন্ট মাদুরোকে

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ৫ জানুয়ারি ২০২৬ ১০:১৯ এএম

সংগৃহীত ছবি

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের ব্রুকলিনে অবস্থিত একটি বন্দিশিবিরে আটক রয়েছেন।

মাদক ও অস্ত্র চোরাচালান সংক্রান্ত মামলায় তাকে এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আজ সোমবার (৫ জানুয়ারি) স্থানীয় সময় ম্যানহাটনের একটি ফেডারেল আদালতে হাজির করার কথা রয়েছে।


যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনীর বরাতে জানা গেছে, স্থানীয় সময় শুক্রবার (২ জানুয়ারি) ভোররাতে ভেনেজুয়েলায় পরিচালিত একটি বিশেষ অভিযানের মাধ্যমে মাদুরো ও তার স্ত্রীকে আটক করা হয়।

গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে শনিবার রাতে তাদের যুক্তরাষ্ট্রে নিয়ে এসে ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে রাখা হয়।

মার্কিন কর্তৃপক্ষ মাদুরো ও তার স্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক মাদক পাচার ও অস্ত্র চোরাচালানের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ এনেছে। তবে এসব অভিযোগকে বরাবরের মতোই ভিত্তিহীন দাবি করে আসছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।


আদালতে হাজিরের মাধ্যমে এ মামলার আনুষ্ঠানিক বিচারিক কার্যক্রম শুরু হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর