[email protected] শনিবার, ১০ জানুয়ারি ২০২৬
২৬ পৌষ ১৪৩২

নাইজেরিয়ায় নৌকা ডুবে নিহত ২৬, নিখোঁজ ১৪

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ৫ জানুয়ারি ২০২৬ ৮:৩৭ এএম

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে কৃষক ও জেলেদের বহনকারী

একটি নৌকা দুর্ঘটনায় অন্তত ২৬ জন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আরও ১৪ জন এখনো নিখোঁজ রয়েছেন বলে দেশটির জরুরি সেবা কর্তৃপক্ষ জানিয়েছে।
সংবাদমাধ্যমের খবরে জানা যায়, শনিবার গভীর রাতে জিগাওয়া রাজ্য থেকে ইয়োবি রাজ্যের উদ্দেশে যাত্রাকালে একটি সাধারণ যাত্রীবাহী নৌকা উল্টে যায়। দুর্ঘটনাটি ঘটে নদীপথে চলাচলের সময়।
ইয়োবি রাজ্যের স্টেট ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির নির্বাহী পরিচালক মোহাম্মদ গোজে জানান, উদ্ধারকারী দল ও স্থানীয় স্বেচ্ছাসেবকদের সহায়তায় এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে ১৩ জন যাত্রীকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
নাইজেরিয়ায় নদীপথে যাতায়াতের সময় এ ধরনের দুর্ঘটনা নতুন নয়। অতিরিক্ত যাত্রী বহন, নৌযানের দুর্বল রক্ষণাবেক্ষণ এবং নিরাপত্তা বিধি উপেক্ষার কারণে প্রায়ই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে থাকে। প্রতিবছর দেশটির বিভিন্ন নদীতে নৌকাডুবিতে বহু মানুষের মৃত্যু হয়।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর