[email protected] শনিবার, ১০ জানুয়ারি ২০২৬
২৬ পৌষ ১৪৩২

মুস্তাফিজ ইস্যুতে বললেন ওয়াইসি

মোদির বোন সেজে যে দিল্লি বসে আছে তাকে বাংলাদেশে পাঠান

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ৪ জানুয়ারি ২০২৬ ১০:৫৩ পিএম

ভারতের ঘরোয়া ক্রিকেট লিগ আইপিএলে বাংলাদেশের পেসার

মুস্তাফিজুর রহমানের না খেলা নিয়ে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। হিন্দুত্ববাদী গোষ্ঠীর চাপের কারণে তাকে এবারের আইপিএলে সুযোগ দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। নিলামে কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজকে কিনলেও শেষ পর্যন্ত দল থেকে বাদ দেওয়া হয়।
এ প্রসঙ্গে মন্তব্য করেছেন ভারতের মুসলিম নেতা ও অল ইন্ডিয়া মসলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম)-এর প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। এক জনসভায় তিনি বলেন, বিজেপি নেতারা দাবি করছেন একজন বাংলাদেশিকে ‘ফেরত পাঠানো’ হয়েছে। ওয়াইসির ভাষায়, যদি সত্যিই কাউকে ফেরত পাঠাতে হয়, তাহলে দিল্লিতে বসে থাকা ‘মোদির বোন সেজে থাকা শেখ হাসিনা’কেই বাংলাদেশে পাঠানো হোক।
তিনি অভিযোগ করেন, বিজেপি ও হিন্দুত্ববাদী রাজনীতির উদ্দেশ্য হলো একটি ক্রিকেট ইস্যুকে ব্যবহার করে ভোটের রাজনীতি করা। তার মতে, একজন খেলোয়াড়ের চুক্তি বাতিল হওয়াকে বড় সাফল্য হিসেবে তুলে ধরা সাধারণ মানুষকে বিভ্রান্ত করার শামিল।
ওয়াইসি মহারাষ্ট্রের জলগাঁওয়ে মুসলিম যুবক সুলেমান পাঠান হত্যার প্রসঙ্গ তুলে ধরেন। তিনি বলেন, মুসলিম নাগরিক খুন হলে সরকার ও ক্ষমতাসীন নেতারা নীরব থাকেন, অথচ বাংলাদেশে কোনো হিন্দু নিহত হলে তীব্র প্রতিক্রিয়া দেখানো হয়। তার মতে, ধর্ম নির্বিশেষে প্রতিটি মানুষের জীবন সমান মূল্যবান।
তিনি আরও বলেন, ভারত সরকার একদিকে বাংলাদেশকে অর্থনৈতিক সহায়তা, ঋণ ও বিদ্যুৎ দিচ্ছে—অন্যদিকে নির্বাচনের সময় একজন ক্রিকেটারকে কেন্দ্র করে ঘৃণা ছড়ানো হচ্ছে। গত এক দশকে বাংলাদেশকে বিপুল অঙ্কের ঋণ ও সহযোগিতা দেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
ওয়াইসি স্পষ্ট করে বলেন, তিনি কোনো ধর্মের বিরোধী নন। তবে নিপীড়িত মানুষের পক্ষে ন্যায়বিচার দাবি করা যদি অপরাধ হয়, তাহলে তিনি জীবনের শেষ দিন পর্যন্ত সেই ‘অপরাধ’ করে যাবেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর