[email protected] শনিবার, ১০ জানুয়ারি ২০২৬
২৬ পৌষ ১৪৩২

ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের নিন্দা রাশিয়ার

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ৪ জানুয়ারি ২০২৬ ৭:৫৪ এএম

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের কড়া সমালোচনা

করেছে রাশিয়া। মস্কোর মতে, এই অভিযানের পেছনে কোনো গ্রহণযোগ্য কারণ নেই এবং বাস্তবভিত্তিক কূটনীতির বদলে আদর্শগত বিরোধই এখানে মুখ্য হয়ে উঠেছে।
বার্তা সংস্থা এএফপির বরাতে জানা গেছে, শনিবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানায়। দক্ষিণ আমেরিকায় ভেনেজুয়েলা রাশিয়ার ঘনিষ্ঠ মিত্রদের একটি হলেও, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য সামরিক সংঘাতে কারাকাসকে সরাসরি সহায়তার বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিশ্রুতি দেয়নি ক্রেমলিন।
বিবৃতিতে রাশিয়া জানায়, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার বিরুদ্ধে সশস্ত্র শক্তি প্রয়োগ করেছে, যা অত্যন্ত উদ্বেগজনক এবং নিন্দার যোগ্য। একই সঙ্গে বলা হয়, এই হামলার পক্ষে যে ব্যাখ্যা তুলে ধরা হয়েছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বাস্তবসম্মত কূটনৈতিক উদ্যোগ এখানে আদর্শগত শত্রুতার কাছে পরাজিত হয়েছে বলে মন্তব্য করে মস্কো।
রুশ বিবৃতিতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর নাম সরাসরি উল্লেখ করা হয়নি। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ওই সামরিক অভিযানের সময় ভেনেজুয়েলার শীর্ষ নেতাকে আটক করা হয়েছে।
রাশিয়া আরও জানায়, তারা ভেনেজুয়েলার জনগণের প্রতি সংহতি প্রকাশ করছে এবং এখন পর্যন্ত এই হামলায় কোনো রুশ নাগরিক ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য পাওয়া যায়নি।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর