ইয়েমেনে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল
(এসটিসি)-এর সঙ্গে চলমান সংঘাতের প্রেক্ষাপটে আরব সাগরে নৌবাহিনী মোতায়েনের ঘোষণা দিয়েছে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট। শুক্রবার (২ জানুয়ারি) এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
যদিও ঘোষণায় ইয়েমেনের অভ্যন্তরীণ সংঘাতের বিষয়টি সরাসরি উল্লেখ করা হয়নি। জোটের পক্ষ থেকে বলা হয়েছে, আরব সাগরে অবৈধ চোরাচালান প্রতিরোধের উদ্দেশ্যেই নৌ সেনা মোতায়েন করা হয়েছে।
সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জানান, এই উদ্যোগের মাধ্যমে সমুদ্রসীমায় নজরদারি জোরদার করা হবে এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এরই মধ্যে ইয়েমেনের সবচেয়ে বড় প্রদেশ হারদামাউতে বিচ্ছিন্নতাবাদীদের কাছ থেকে একটি বড় সামরিক ঘাঁটি দখলের দাবি করেছে সৌদি আরব সমর্থিত সরকার। প্রদেশটির গভর্নর শুক্রবার এ তথ্য নিশ্চিত করেন।
তার ভাষ্যমতে, আল-খাসা এলাকায় সরকারি বাহিনী ৩৭ নম্বর ব্রিগেডের ঘাঁটির নিয়ন্ত্রণ নেয়, যা হারদামাউতের সর্ববৃহৎ সামরিক স্থাপনা হিসেবে পরিচিত।
এর আগে একই দিন গভর্নর হারদামাউতে ‘শান্তিপূর্ণ অভিযান’ শুরুর ঘোষণা দেন। তবে ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই আল-খাসা ঘাঁটিকে লক্ষ্য করে সৌদি নেতৃত্বাধীন জোট বিমান হামলা চালায়। এতে অন্তত সাতজন নিহত এবং প্রায় ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
এসআর
মন্তব্য করুন: