[email protected] শনিবার, ১০ জানুয়ারি ২০২৬
২৬ পৌষ ১৪৩২

হাত মেলানোর দুদিন পর পাকিস্তানকে ‘খারাপ প্রতিবেশী’ বলে হুমকি জয়শঙ্করের

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২ জানুয়ারি ২০২৬ ৬:৩৬ পিএম

ঢাকায় পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

 ও করমর্দনের মাত্র দুদিন পরই পাকিস্তানকে কড়া ভাষায় সমালোচনা করলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি দেশটিকে ‘খারাপ প্রতিবেশী’ হিসেবে উল্লেখ করে বলেন, সন্ত্রাসবাদ থেকে জনগণকে রক্ষা করার অধিকার ভারতের রয়েছে এবং সেই অধিকার প্রয়োগ করা হবে।
শুক্রবার (২ জানুয়ারি) ভারতের চেন্নাইয়ে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (আইআইটি) মাদ্রাজে এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে জয়শঙ্কর বলেন, কোনো দেশের ভাগ্যে কখনো কখনো এমন প্রতিবেশী জোটে, যারা ইচ্ছাকৃতভাবে ও অনবরত সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যায়। তার ভাষায়, পশ্চিমের এক প্রতিবেশী যদি অনুশোচনা ছাড়াই দীর্ঘদিন সন্ত্রাসবাদকে আশ্রয় দেয়, তাহলে ভারত নিজের নাগরিকদের সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতেই পারে।
তিনি আরও স্পষ্ট করেন, কীভাবে এবং কোন পথে এই অধিকার প্রয়োগ করা হবে—সে সিদ্ধান্ত একমাত্র ভারতই নেবে। এ বিষয়ে বাইরের কোনো চাপ বা পরামর্শ গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি।
প্রসঙ্গত, গত এপ্রিল মাসে ভারত-শাসিত জম্মু ও কাশ্মিরের পেহেলগামে এক হামলায় ২৬ জন পর্যটকের প্রাণহানি ঘটে। ভারত এই ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করে মে মাসের শুরুতে দেশটির ভেতরে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তানও হামলা করলে দুই দেশের মধ্যে কয়েক দিন ধরে তীব্র সংঘর্ষ চলে, যা পরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় বন্ধ হয়।
এই উত্তেজনার প্রেক্ষাপটে ভারত ১৯৬০ সালের সিন্ধু নদ পানিবণ্টন চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেয়। জয়শঙ্কর এ সিদ্ধান্তের যৌক্তিকতা তুলে ধরে বলেন, একদিকে দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কার্যক্রম চালানো হবে, আর অন্যদিকে সহযোগিতা ও সম্পদ ভাগাভাগি চাওয়া—এই দুই একসঙ্গে চলতে পারে না।
তিনি বলেন, প্রতিবেশী যদি অন্তত ক্ষতিকর না হয়, তাহলে সহযোগিতা স্বাভাবিক বিষয়। ভারত সব সময় ভালো প্রতিবেশীর সঙ্গে সদ্ভাব বজায় রাখে বলেও মন্তব্য করেন তিনি।
উল্লেখ্য, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে গত বুধবার ঢাকায় আসেন এস জয়শঙ্কর ও পাকিস্তানের স্পিকার সরদার আয়াজ সাদিক। সে সময় দুজনের মধ্যে সংক্ষিপ্ত সাক্ষাৎ ও করমর্দন হয়, যা নিয়ে আলোচনার মধ্যেই এই বক্তব্য সামনে এলো।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর