ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের ইন্দোর শহরের একটি এলাকায় দূষিত
পানি ব্যবহারের ফলে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই শতাধিক মানুষ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা ভগীরথপুরা, যেখানে ঘটনার পর থেকে রাস্তাঘাট প্রায় জনশূন্য হয়ে পড়েছে।
স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, পানির সরবরাহ লাইনে ফাটল দেখা দিলে তা নিকাশী লাইনের সঙ্গে মিশে যায়। সেই দূষিত পানি দৈনন্দিন কাজে ব্যবহার করায় এলাকাবাসীর মধ্যে হঠাৎ করে বমি, ডায়রিয়া ও জ্বরের মতো উপসর্গ দেখা দেয়। এক পর্যায়ে প্রায় ১,৪০০ জন অসুস্থ হয়ে পড়েন।
বর্তমানে অন্তত ২৭টি হাসপাতালে রোগীদের চিকিৎসা চলছে। জেলা স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, পরীক্ষায় প্রমাণ মিলেছে যে মৃতদের কয়েকজন দূষিত পানি ব্যবহার করেছিলেন। তবে ঠিক কোন জীবাণুর কারণে এই অসুস্থতা ছড়িয়েছে, তা এখনও নিশ্চিত করা যায়নি।
প্রশাসনের তদন্তে জানা গেছে, একটি পুলিশ চেকপোস্টে নির্মিত অস্থায়ী টয়লেটের বর্জ্য সঠিকভাবে নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় তা পানির লাইনে প্রবেশ করে। ঠিকাদার সেখানে সেপটিক ট্যাংক নির্মাণ না করে খোলা গর্তে বর্জ্য ফেলছিলেন, যা থেকেই মূল সমস্যা তৈরি হয়।
রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, মৃতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে এবং হাসপাতালে ভর্তি রোগীদের চিকিৎসা ব্যয় সরকার বহন করবে। পুরো পাইপলাইন পরীক্ষা ও পরিষ্কারের পর পুনরায় নিরাপদ পানি সরবরাহ শুরু হয়েছে।
এসআর
মন্তব্য করুন: