[email protected] সোমবার, ৫ জানুয়ারি ২০২৬
২২ পৌষ ১৪৩২

বছরের শুরুতেই স্বর্ণবাজারে উল্লম্ফন, আন্তর্জাতিক দামে রেকর্ডের ইঙ্গিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ জানুয়ারি ২০২৬ ৫:০৬ পিএম

সংগৃহীত ছবি

ইংরেজি নতুন বছর ২০২৬ শুরুর সঙ্গে সঙ্গেই বৈশ্বিক বাজারে স্বর্ণের দামে উল্লেখযোগ্য ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে।

নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের প্রতি বাড়তি আগ্রহের ফলে দাম দ্রুত বাড়ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
শনিবার (২ জানুয়ারি) আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম একদিনেই প্রায় দেড় শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৩৭২ ডলারের বেশি লেনদেন হয়েছে। এতে করে স্বর্ণ আবারও সর্বোচ্চ দামের কাছাকাছি পৌঁছেছে।
আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানায়, চলমান ভূ-রাজনৈতিক অনিশ্চয়তা এবং বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের ক্রমবর্ধমান স্বর্ণ ক্রয় এই মূল্যবৃদ্ধির প্রধান কারণ। বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা বাড়লে স্বর্ণের চাহিদা যে বৃদ্ধি পায়, তারই প্রতিফলন দেখা যাচ্ছে বাজারে।
এর আগে ২০২৫ সাল ছিল স্বর্ণের জন্য ব্যতিক্রমী একটি বছর। পুরো বছরে স্বর্ণের দাম প্রায় ৬৪ শতাংশ পর্যন্ত বেড়েছে, যা গত কয়েক দশকের মধ্যে অন্যতম বড় উত্থান হিসেবে বিবেচিত হচ্ছে। ১৯৭৯ সালের পর এত বড় বার্ষিক প্রবৃদ্ধি আর দেখা যায়নি।
বিশ্লেষকদের মতে, সুদের হার কমার প্রবণতা, যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের নীতিগত শিথিলতার সম্ভাবনা, বিভিন্ন অঞ্চলে সংঘাত, কেন্দ্রীয় ব্যাংকগুলোর শক্তিশালী চাহিদা এবং স্বর্ণভিত্তিক ইটিএফে বিনিয়োগ বৃদ্ধিই এই ঊর্ধ্বগতিকে আরও ত্বরান্বিত করেছে।
এদিকে দীর্ঘদিন পর চলতি সপ্তাহে ভারত ও চীনের বড় বাজারগুলোতে প্রিমিয়ামে স্বর্ণ বিক্রি হতে দেখা গেছে। সর্বোচ্চ দাম থেকে কিছুটা কমে আসায় খুচরা পর্যায়ে ক্রেতাদের আগ্রহ আবার বাড়তে শুরু করেছে বলে বাজার সংশ্লিষ্টরা জানিয়েছেন।
আন্তর্জাতিক বাজারের এই প্রবণতার প্রভাব শিগগিরই দেশীয় বাজারেও পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর