নববর্ষ উদ্যাপনের আনন্দমুখর মুহূর্তে সুইজারল্যান্ডে ঘটে গেছে মর্মান্তিক দুর্ঘটনা।
দেশটির দক্ষিণ–পশ্চিমাঞ্চলের জনপ্রিয় পর্যটন এলাকা ক্রানস-মন্টানায় ভয়াবহ আগুনে অন্তত ৪০ জনের প্রাণহানি হয়েছে। এতে আরও শতাধিক ব্যক্তি আহত হয়েছেন, যাদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর।
বুধবার (৩১ ডিসেম্বর) মধ্যরাতে একটি স্কি রিসোর্টসংলগ্ন পানশালায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, রাত আনুমানিক দেড়টার দিকে হঠাৎ করেই সেখানে আগুন ছড়িয়ে পড়ে। আগুন লাগার সময় বিস্ফোরণের মতো শব্দ শোনা গেলেও এর সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয় প্রশাসনের ধারণা, পানশালার ভেতরে মোমবাতি কিংবা আতশবাজি ব্যবহারের কারণেই আগুনের সূত্রপাত হতে পারে। প্রত্যক্ষদর্শীদের কেউ কেউ জানান, আতশবাজি থেকে আগুন প্রথমে ছাদে লাগে এবং মুহূর্তের মধ্যেই পুরো ভবনে ছড়িয়ে পড়ে।
দুর্ঘটনার পরপরই এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়। আহতদের দ্রুত উদ্ধারে একাধিক অ্যাম্বুলেন্স ও হেলিকপ্টার ব্যবহার করে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়। নিহতদের পরিচয় নিশ্চিত করতে ফরেনসিক পরীক্ষার কাজ চলছে।
এই মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করেছেন সুইজারল্যান্ডের ফেডারেল প্রেসিডেন্ট গাই পারমেলিন। তিনি এক বিবৃতিতে বলেন, আনন্দের উৎসব মুহূর্তে এমন বিপর্যয় গোটা জাতিকে শোকাহত করেছে।
ইতালি, জার্মানি সহ ইউরোপের বিভিন্ন দেশও সমবেদনা জানিয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিকভাবে এটিকে দুর্ঘটনা হিসেবেই দেখা হচ্ছে। কোনো ধরনের সন্ত্রাসী হামলার প্রমাণ পাওয়া যায়নি। পুরো ঘটনার পেছনের কারণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে।
এসআর
মন্তব্য করুন: