কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন। শুক্রবার দেশটির সরকারি সংবাদ
সংস্থা কেসিএনএ কিম জং উন, তার স্ত্রী রি সোল জু ও মেয়েকে একসঙ্গে দেখা যায়—এমন একটি ছবি প্রকাশ করেছে।
প্রকাশিত তথ্যে বলা হয়, বৃহস্পতিবার রাজধানী পিয়ংইয়ংয়ে উত্তর কোরিয়ার প্রয়াত শাসকদের সমাধিসৌধ কুমসুসান সূর্য প্রাসাদে শ্রদ্ধা জানাতে যান কিম জং উন। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী, কন্যা এবং কয়েকজন ঘনিষ্ঠ সরকারি কর্মকর্তা। সেই সফরের ছবিই প্রকাশ করেছে কেসিএনএ।
তবে কিম জু আয়ে-কে ঘিরে উত্তরাধিকার সংক্রান্ত যে জল্পনা রয়েছে, তা নাকচ করেছেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রায়ত্ত গবেষণা সংস্থা কোরিয়ান ইনস্টিটিউট ফর ন্যাশনাল ইউনিফিকেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা হং মিন। তিনি বলেন, জু আয়ে-এর বয়স বর্তমানে আনুমানিক ১৩ বছর। এই বয়সে উত্তর কোরিয়ার নেতৃত্বে উত্তরাধিকার প্রশ্নই আসে না, এমনকি কোরিয়ান ওয়ার্কার্স পার্টির সদস্য হওয়ার ন্যূনতম বয়সেও তিনি পৌঁছাননি। কিম জং উন বিষয়টি ভালোভাবেই জানেন।
হং মিনের মতে, এই ছবি প্রকাশের মূল উদ্দেশ্য উত্তর কোরিয়ার নেতৃত্বের পারিবারিক স্থিতিশীলতা তুলে ধরা। এর মাধ্যমে কিম জং উন নিজেকে একজন সুখী ও স্থিতিশীল পারিবারিক জীবনের মানুষ হিসেবে উপস্থাপন করতে চাচ্ছেন।
উল্লেখ্য, উত্তর কোরিয়া সরকার কখনোই আনুষ্ঠানিকভাবে কিম জু আয়ে-এর বয়স প্রকাশ করেনি। তবে ধারণা করা হয়, তার জন্ম ২০১৩ সালের শুরুর দিকে। এর আগে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে পিয়ংইয়ংয়ে একটি সামরিক অনুষ্ঠানে প্রথমবারের মতো মেয়েকে জনসমক্ষে নিয়ে আসেন কিম জং উন।
এসআর
মন্তব্য করুন: