একে অপরের পারমাণবিক স্থাপনার তথ্য বিনিময় করেছে
ভারত ও পাকিস্তান
দক্ষিণ এশিয়ার দুই পারমাণবিক শক্তিধর দেশ ভারত ও পাকিস্তান একে অপরকে তাদের পারমাণবিক স্থাপনাগুলোর অবস্থান সংক্রান্ত তথ্য বিনিময় করেছে। একই সঙ্গে দুই দেশের কারাগারে আটক বন্দিদের সংখ্যার তথ্যও আদান-প্রদান করা হয়েছে।
পাকিস্তানের সংবাদমাধ্যম সামা নিউজ জানায়, বৃহস্পতিবার এই তথ্য বিনিময় সম্পন্ন হয়। প্রতিবেদনে বলা হয়েছে, পারস্পরিক আস্থা বজায় রাখার উদ্যোগের অংশ হিসেবেই এই পদক্ষেপ নিয়েছে নয়াদিল্লি ও ইসলামাবাদ।
সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, পারমাণবিক অবকাঠামোর তথ্য বিনিময় একটি পূর্বনির্ধারিত দ্বিপক্ষীয় চুক্তির আওতায় করা হয়েছে। ওই চুক্তি অনুযায়ী নির্দিষ্ট সময় অন্তর দুই দেশ একে অপরকে এসব সংবেদনশীল স্থাপনার তালিকা সরবরাহ করে থাকে।
সামা নিউজের তথ্যমতে, চুক্তিটিতে পাকিস্তানের পক্ষে স্বাক্ষর করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো এবং ভারতের পক্ষে ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী। চুক্তির মূল উদ্দেশ্য ছিল সম্ভাব্য সংঘাতের সময় গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থাপনাগুলোকে হামলার ঝুঁকি থেকে রক্ষা করা।
এ ছাড়া ২০০৮ সালে স্বাক্ষরিত আরেকটি চুক্তির আওতায় ভারত তাদের কারাগারে আটক পাকিস্তানি নাগরিকদের সংখ্যা জানিয়েছে। একইভাবে পাকিস্তানও তাদের কারাগারে থাকা ভারতীয় বন্দিদের তথ্য ভারতের কাছে হস্তান্তর করেছে।
এই তথ্য বিনিময়ের আগে ঢাকায় একটি শোক বইয়ে স্বাক্ষর উপলক্ষে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও পাকিস্তানের স্পিকার সরদার আয়াজ সাদিকের মধ্যে একটি বৈঠক হয়। গত মে মাসে দুই দেশের মধ্যে কয়েকদিনের সংঘর্ষের পর এটিই ছিল উচ্চপর্যায়ের বিরল কোনো সাক্ষাৎ।
এসআর
মন্তব্য করুন: