[email protected] শুক্রবার, ২ জানুয়ারি ২০২৬
১৮ পৌষ ১৪৩২

ইয়েমেনের বন্দরে হামলা: সৌদি আরবের ব্যাখ্যা ও ইউএই সেনা প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৫ ৮:৪৫ পিএম

সংগৃহীত ছবি

ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরে চালানো সামরিক অভিযানের বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেছে সৌদি আরব।

এই হামলাকে ঘিরে উপসাগরীয় দেশগুলোর মধ্যে উত্তেজনা বেড়েছে। একই সময়ে ইয়েমেন থেকে নিজেদের সেনা প্রত্যাহার করার ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)।
সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানিয়েছেন, মুকাল্লা বন্দরে অভিযান চালানোর সময় দুটি জাহাজে প্রায় ৮০টির বেশি যানবাহন এবং বিপুল পরিমাণ অস্ত্র-শস্ত্র ও গোলাবারুদ পাওয়া গেছে। তার দাবি, এসব সামগ্রী ইউএই যেভাবে আল-রাইয়ান ঘাঁটিতে স্থানান্তর করেছিল, সৌদি আরবকে জানানো হয়নি। তিনি আরও বলেন, এই অভিযান সম্পূর্ণভাবে যুদ্ধের নিয়মকানুন মেনে পরিচালিত হয়েছে।
ইতোমধ্যে ইউএই জানিয়েছে, ইয়েমেনে তাদের ‘সন্ত্রাসবিরোধী অভিযান’ শেষ হয়েছে এবং সেনা প্রত্যাহার শুরু হচ্ছে। আবুধাবি জানিয়েছে, তাদের লক্ষ্য ছিল শান্তি বজায় রাখা, যা এখন কার্যত সম্পন্ন।
সৌদি আরব জানায়, মুকাল্লা বন্দরে হামলার সময় অস্ত্র ও সামগ্রী এসটিসি (সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল) নামের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর কাছে পৌঁছানো যাচ্ছিল। এই হামলার আগে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার ইউএইকে তাদের সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়েছিল এবং সৌদি আরবও এই আহ্বানের সমর্থন জানিয়েছে।
এসটিসি সম্প্রতি দক্ষিণ ইয়েমেনের বিস্তীর্ণ এলাকা দখলে নিয়েছে, যার মধ্যে হাদরামাউত ও মাহারা প্রদেশ রয়েছে। সৌদি আরবের মতে, ইউএইয়ের সামরিক সমর্থনের কারণে এই পদক্ষেপ তাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর