[email protected] শুক্রবার, ২ জানুয়ারি ২০২৬
১৮ পৌষ ১৪৩২

বিশ্ব গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৫ ৭:১৬ পিএম

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কোটি মানুষের শ্রদ্ধা ও

ভালোবাসার মাঝে শেষ বিদায় নিয়েছেন। মঙ্গলবার ৮০ বছর বয়সে তাঁর মৃত্যুর পর বুধবার (৩১ ডিসেম্বর) তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হয়।
এর আগে দুপুরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয় তাঁর জানাজার নামাজ। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। খালেদা জিয়ার জানাজায় মানুষের এই ব্যাপক উপস্থিতি আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর দৃষ্টি আকর্ষণ করেছে এবং বিষয়টি নিয়ে তারা আলাদা আলাদা প্রতিবেদন প্রকাশ করেছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় জানাতে মানুষের শোকের বহিঃপ্রকাশ দেখা গেছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানায়, শোকস্তব্ধ বাংলাদেশে খালেদা জিয়ার রাষ্ট্রীয় জানাজায় বিপুল জনসমাগম হয়েছে।
তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম টিআরটি লিখেছে, পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সাবেক প্রধানমন্ত্রীকে শেষ বিদায় জানিয়েছে বাংলাদেশ।
ফরাসি বার্তাসংস্থা এএফপি জানায়, খালেদা জিয়ার রাষ্ট্রীয় জানাজা উপলক্ষে দেশজুড়ে শোকের আবহ বিরাজ করছে।
মালয়েশিয়ার সরকারি সংবাদ সংস্থা বার্নামা জানায়, তাঁর জানাজায় লাখো মানুষ অংশ নেয় এবং পরে তাঁকে স্বামীর কবরের পাশে দাফন করা হয়।
ভারতীয় বার্তাসংস্থা এএনআই তাদের প্রতিবেদনে উল্লেখ করে, শেষ বিদায় জানাতে ঢাকায় জনসমুদ্রে পরিণত হয় জানাজার স্থান।
পাকিস্তানের ইংরেজি দৈনিক দ্য ডন লিখেছে, শোক মিছিলে নেতৃত্ব দেন তারেক রহমান এবং ঢাকায় খালেদা জিয়ার দাফন সম্পন্ন হয়।
চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থাও জানায়, সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে বাংলাদেশ রাষ্ট্রীয় শোক পালন করছে।
পাকিস্তানের আরেক সংবাদমাধ্যম এক্সপ্রেস নিউজ জানায়, ঢাকায় খালেদা জিয়ার শেষ বিদায়ে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের নেতারাও উপস্থিত ছিলেন।
ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান লিখেছে, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীকে সমাহিত করার মধ্য দিয়ে একটি রাজনৈতিক যুগের সমাপ্তি ঘটেছে।
ফ্রান্সের সংবাদমাধ্যম লঁ মঁদ জানায়, হাজারো মানুষ তাঁর কফিনের পেছনে হেঁটে শেষ শ্রদ্ধা জানান।
অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম এবিসি শিরোনামে উল্লেখ করে, পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় স্বামীর পাশে খালেদা জিয়াকে সমাহিত করা হয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর