[email protected] শুক্রবার, ২ জানুয়ারি ২০২৬
১৮ পৌষ ১৪৩২

খালেদা জিয়ার মৃত্যুতে জাতিসংঘের শোকবার্তা

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৫ ৭:৩১ পিএম

সংগৃহীত ছবি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেছে জাতিসংঘ (ইউএন)।

একই সঙ্গে সংস্থাটি শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বাংলাদেশের সরকার ও জনগণের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

জাতিসংঘের পক্ষ থেকে প্রকাশিত এক শোকবার্তায় বলা হয়, বেগম খালেদা জিয়ার ইন্তেকালে সংস্থাটি গভীরভাবে শোকাহত। এ দুঃখজনক সময়ে মরহুমার পরিবার ও স্বজনদের প্রতি আন্তরিক সহমর্মিতা প্রকাশ করা হয়।

বার্তায় আরও উল্লেখ করা হয়, এই শোকের মুহূর্তে জাতিসংঘ বাংলাদেশ সরকার ও দেশের মানুষের প্রতি তার সংহতি অব্যাহত রাখার কথা পুনরায় জানাচ্ছে।
এর আগে মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর