[email protected] সোমবার, ৫ জানুয়ারি ২০২৬
২২ পৌষ ১৪৩২

খালেদা জিয়ার মৃত্যুতে নেপালের প্রধানমন্ত্রী সুশীলা কার্কির শোকবার্তা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৫ ৭:০৫ পিএম

সংগৃহীত ছবি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কার্কি।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিনি ব্যক্তিগতভাবে শোকাহত। 

একই সঙ্গে নেপাল সরকার ও জনগণের পক্ষ থেকে মরহুমার পরিবার, স্বজন এবং বাংলাদেশের মানুষের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

শোকবার্তায় সুশীলা কার্কি উল্লেখ করেন, বেগম খালেদা জিয়া তার দীর্ঘ রাজনৈতিক জীবনে জনসেবার একটি স্মরণীয় দৃষ্টান্ত রেখে গেছেন। গণতন্ত্রের পথে বাংলাদেশের অগ্রযাত্রায় তার নেতৃত্ব একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হবে বলে তিনি মন্তব্য করেন।
নেপাল-বাংলাদেশ সম্পর্কের প্রসঙ্গে নেপালের প্রধানমন্ত্রী বলেন, দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দৃঢ় করতে বেগম খালেদা জিয়ার ভূমিকা ছিল উল্লেখযোগ্য। নেপালের একজন ঘনিষ্ঠ বন্ধু হিসেবে তিনি দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবেন।
শোকবার্তার শেষে তিনি মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর