গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী রাজনৈতিক গোষ্ঠী হামাস
প্রথমবারের মতো স্বীকার করেছে যে তাদের সামরিক শাখা ইজেদিন আল-কাসাম ব্রিগেডের প্রধান মোহাম্মদ সিনওয়ার এবং মুখপাত্র আবু উবেইদাস সহ কয়েকজন জ্যেষ্ঠ কমান্ডার আইডিএফের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন।
সোমবার হামাস একটি ভিডিওবার্তা প্রকাশ করে এই খবর জানায়। ভিডিওতে এক ব্যক্তি বলেন, “আমরা আমাদের নেতা আবু ওবেইদাসের শাহাদাতের খবর গর্বের সঙ্গে ঘোষণা করছি।” ওই ব্যক্তি নিজেকে হামাসের মুখপাত্র হিসেবে পরিচয় দেন, কিন্তু নাম প্রকাশ করেননি।
২০১৪ সালের ১৬ অক্টোবর আইডিএফের গুলিতে নিহত হন ইয়াহিয়া সিনওয়ার, যিনি ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলার মূল পরিকল্পনাকারী ছিলেন। তার মৃত্যুর পর মোহাম্মদ সিনওয়ার হামাসের গাজা শাখার শীর্ষ নেতা হন। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর তথ্য অনুযায়ী, মোহাম্মদ সিনওয়ার গত মে মাসে এবং আবু উবেইদাস আগস্ট মাসে নিহত হন।
এসআর
মন্তব্য করুন: