[email protected] শনিবার, ১০ জানুয়ারি ২০২৬
২৬ পৌষ ১৪৩২

মেক্সিকোতে লাইন থেকে ট্রেনের বিচ্যুতিতে নিহত ১৩ যাত্রী

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২৫ ৮:৫৮ এএম

মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় ওয়াক্সাকা রাজ্যে একটি যাত্রীবাহী

ট্রেন রেললাইন থেকে ছিটকে পড়ে অন্তত ১৩ জন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে ৯৮ জন। রোববার রাজ্যের নিজান্দা শহরের কাছে এই দুর্ঘটনা ঘটে।
মেক্সিকোর নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনাকবলিত ট্রেনটিতে ৯ জন ক্রু সদস্যসহ মোট প্রায় ২৫০ জন আরোহী ছিলেন। আহতদের মধ্যে ৩৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে নিরাপদে রাখা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিহত ও আহতদের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে। সেখানে জানানো হয়, হাসপাতালে চিকিৎসাধীন আহতদের মধ্যে অন্তত পাঁচজনের অবস্থা গুরুতর। দুর্ঘটনার পরপরই রেল বিভাগ ও রেলওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও সহায়তা কার্যক্রম পরিচালনা করছেন। নিহত ও আহতদের পরিবারকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার কথাও জানানো হয়েছে।
এদিকে, দেশটির অ্যাটর্নি জেনারেলের দপ্তর জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে।
উল্লেখ্য, প্রশান্ত ও আটলান্টিক—এই দুই মহাসাগরের সংযোগ স্থাপনের লক্ষ্যে মেক্সিকো সরকার ১৯৯৯ সালে ‘আন্তঃমহাসাগরীয় রেল’ নামে একটি বিশেষ রেলসেবা চালু করে। এই রেলপথের পরিচালনা ও নিরাপত্তার দায়িত্বে রয়েছে মেক্সিকোর নৌবাহিনী। দুর্ঘটনাকবলিত ট্রেনটি ওই আন্তঃমহাসাগরীয় রেল প্রকল্পের আওতাভুক্ত ছিল।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর