[email protected] শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
২৯ অগ্রহায়ণ ১৪৩২

চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু ৪০০ ছাড়াল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২৫ ১০:৩৯ এএম

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সোমবার সকাল ৮টা থেকে

মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪২১ জন রোগী। ফলে বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০১ জন, আর আক্রান্তের সংখ্যা ৯৮ হাজার ৭০৫।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে মঙ্গলবার প্রকাশিত দৈনিক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

কোথায় কতজনের মৃত্যু

বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনের মধ্যে দুইজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার বাসিন্দা। অপরজন বরিশাল বিভাগের (সিটি এলাকার বাইরে)।

নতুন আক্রান্তের ভৌগোলিক অবস্থান

গত একদিনে শনাক্ত ব্যক্তিদের অবস্থান নিম্নরূপ—

বরিশাল বিভাগ (সিটি ছাড়া): ৬৪ জন

ঢাকা বিভাগ (সিটি ছাড়া): ৭৩ জন

ঢাকা উত্তর সিটি করপোরেশন: ৭৫ জন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন: ৭২ জন

চট্টগ্রাম বিভাগ (সিটি ছাড়া): ৬৩ জন

খুলনা বিভাগ (সিটি ছাড়া): ৩০ জন

ময়মনসিংহ বিভাগ (সিটি ছাড়া): ৩১ জন

রাজশাহী বিভাগ (সিটি ছাড়া): ১২ জন
রংপুর বিভাগ (সিটি ছাড়া): ১ জন

রোগীর লিঙ্গভিত্তিক হার

নতুন সংক্রমিতদের মধ্যে ৬১.৫% পুরুষ এবং ৩৮.৫% নারী।

হাসপাতাল ছাড়পত্র

গত ২৪ ঘণ্টায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫২৮ জন। বছরের শুরু থেকে এখন পর্যন্ত ছাড়পত্র পাওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৬ হাজার ৭৬০।

সার্বিক পরিস্থিতি

চলতি বছরে এখন পর্যন্ত ৬৪ জেলায় ডেঙ্গু ছড়িয়েছে। আক্রান্ত ও মৃত্যুর পরিসংখ্যানে ঢাকা মহানগর সর্বোচ্চ ঝুঁকিতে; দ্বিতীয় স্থানে বরিশাল বিভাগ।

পূর্ববর্তী বছরের তুলনা

২০০০ সাল থেকে স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু সংক্রমণ ও মৃত্যুর তথ্য সংরক্ষণ করে আসছে।

২০২৩ সালে সর্বোচ্চ ৩,২১,১৭৯ জন হাসপাতালে ভর্তি হয় এবং ১,৭০৫ জনের মৃত্যু ঘটে—যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

২০২৪ সালে আক্রান্তের সংখ্যা ছিল ১,০১,২১৪ জন এবং মৃত্যু ৫৭৫ জন।

 

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর