[email protected] মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
১৮ অগ্রহায়ণ ১৪৩২

ডেঙ্গু নিয়ন্ত্রণে আমেরিকান লার্ভিসাইড প্রযুক্তি নিয়ে নামল চসিক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ ডিসেম্বর ২০২৫ ৯:৫২ পিএম

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) এবার প্রথমবারের মতো মশা দমনে

মার্কিন প্রযুক্তির লার্ভিসাইড বিটিআই ব্যবহার শুরু করেছে।
১ ডিসেম্বর, সোমবার দক্ষিণ হালিশহর ওয়ার্ড কার্যালয়ের সামনে এই কর্মসূচির উদ্বোধন করেন চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন। অনুষ্ঠানে প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, মশক নিয়ন্ত্রণ কর্মকর্তা শরফুল ইসলাম মাহি, কীটতত্ত্ববিদ রাশেদ চৌধুরীসহ অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চসিক জানিয়েছে, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে নিয়মিত ফগিং, লার্ভিসাইড প্রয়োগ, ড্রেন পরিষ্কার এবং সচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে। নতুন প্রজন্মের এই বিটিআই যুক্ত হওয়ায় মশার লার্ভা দমন আরও কার্যকর হবে বলে সংস্থাটি আশা করছে।

এর আগে ২৬ মার্চ ১৭ নম্বর বাকলিয়া ওয়ার্ডের সৈয়দ শাহ রোডের একটি খালে পরীক্ষামূলকভাবে বিটিআই প্রয়োগ করা হয়েছিল। সেই সফল অভিজ্ঞতার ভিত্তিতে এবার ওয়ার্ড পর্যায়ে নিয়মিতভাবে এই লার্ভিসাইড ব্যবহারের উদ্যোগ নেওয়া হলো।

বিটিআই হলো একটি প্রাকৃতিক ব্যাকটেরিয়াভিত্তিক লার্ভিসাইড, যা পানিতে প্রয়োগ করলে মশার লার্ভা খাদ্যের সঙ্গে গ্রহণ করে। ব্যাকটেরিয়ার তৈরি টক্সিন লার্ভার পরিপাকতন্ত্রে কাজ করে দ্রুত তাদের মেরে ফেলে। এটি মানুষ, প্রাণী, মাছ বা পরিবেশের জন্য ক্ষতিকর নয়। বিশ্বজুড়ে ডেঙ্গু, জিকা ও চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে নিরাপদ ও কার্যকর পদ্ধতি হিসেবে বিটিআই বহুল ব্যবহৃত।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর