অরোরা স্পেশালাইজড হাসপাতাল এবং ডেল্টা লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেডের মধ্যে স্বাস্থ্যসেবা–সংক্রান্ত কর্পোরেট চুক্তি বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেল ৫টায় হাসপাতালের বোর্ডরুমে স্বাক্ষরিত হয়েছে।
এই চুক্তির আওতায় ডেল্টা লাইফ ইনসিওরেন্সের বোর্ড সদস্য, পরিচালক, কর্মকর্তা–কর্মচারী, তাঁদের নির্ভরশীল পরিবার–সদস্য এবং ইনসিওরেন্স–গ্রাহকরা অরোরা স্পেশালাইজড হাসপাতালের বিভিন্ন সেবায় কর্পোরেট ডিসকাউন্ট সুবিধা উপভোগ করতে পারবেন।
অরোরা স্পেশালাইজড হাসপাতালের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ড. শেখ হাসিবুল মাজিদ, পিএইচডি। এছাড়া ডেপুটি জেনারেল ম্যানেজার গোলাম রাকীব এবং ব্যবস্থাপনা পরিচালক ডা. সারওয়াত জাবীনের পক্ষে স্বাক্ষর করেন কর্পোরেট মার্কেটিং বিভাগের প্রধান নাজমুল হুদা।
ডেল্টা লাইফ ইনসিওরেন্স কোম্পানির পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানের সিইও উত্তম কুমার সাধু (এফসিএমএ, এফসিএস), গ্রুপ অ্যান্ড হেলথ ইনসিওরেন্স বিভাগের প্রধান রাজীব কান্তি সাহা এবং একই বিভাগের সহকারী ম্যানেজার মো. ওলিদ হাসান।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের ইনচার্জ মো. নাহিদ জামাল। প্রোগ্রামে এক্সিকিউটিভ হিসেবে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন আব্দুল্লাহ আল মামুন, সাজ্জাদ বিন সাত্তার, মনিরুজ্জামান সবুজ এবং জাকির হোসাইন মুন্না।
উল্লেখ্য, রাজধানীর কাকরাইলে অবস্থিত সম্প্রতি ISO 9001 সনদপ্রাপ্ত অরোরা স্পেশালাইজড হাসপাতাল স্বল্প খরচে উন্নত চিকিৎসাসেবা প্রদান ও গুণগত মান বজায় রেখে দ্রুতই একটি জনপ্রিয় কর্পোরেট হাসপাতাল হিসেবে সুনাম অর্জন করেছে।
এসআর
মন্তব্য করুন: