দেশে ডেঙ্গুর পরিস্থিতি আবারও অবনতি হচ্ছে। বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু হয়েছে।
একই সময়ে নতুন করে ৭৪৫ রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম পাঠানো দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
বিভাগভিত্তিক ভর্তি রোগীর সংখ্যা
প্রতিবেদনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন হাসপাতাল ভর্তি রোগীদের মধ্যে—
এ সময়ে সারা দেশে ৬৯৭ জন রোগী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে মোট ছাড়পত্র পাওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৫ হাজার ২৬৭ জনে।
চলতি বছরের মোট চিত্র
২০২৫ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত—
এর আগের বছরগুলোতে ডেঙ্গু পরিস্থিতি ছিল আরও ভয়াবহ—
এসআর
মন্তব্য করুন: