রাজধানীসহ সারা দেশে ডেঙ্গু পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ১,১৩৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
রবিবার (১৬ নভেম্বর) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে ১,১৯৯ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত মোট ৮১,৪৪২ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
এ বছর জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৮৪,৯৯৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
গত একদিনে ৫ জনের মৃত্যুসহ চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩৬ জনে।
এর আগের দিন, শনিবার (১৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছিল—২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ৭৯২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সে পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ছিল ৩৩১ জন।
এসআর
মন্তব্য করুন: