[email protected] শনিবার, ৮ নভেম্বর ২০২৫
২৪ কার্তিক ১৪৩২

একমাস ধরে প্রতিদিন ভেজানো ডুমুর খেলে শরীরে যা ঘটে

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৫ ৭:৪৯ এএম

অনেকে শুকনো ডুমুর (অঞ্জির) রাতে পানিতে ভিজিয়ে সকালে

 খাওয়ার অভ্যাস করে থাকেন। এতে শুধু স্বাদই বাড়ে না, পুষ্টিগুণও আরও কার্যকরভাবে শরীরে শোষিত হয়। ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট ও নানা প্রয়োজনীয় খনিজে ভরপুর এই ফলটি নিয়মিত খেলে নানা স্বাস্থ্য উপকার পাওয়া যায়।

তাহলে এক মাস ধরে প্রতিদিন ভেজানো ডুমুর খেলে কী হয়? জেনে নিন এর প্রধান উপকারিতা—

১. হজমে সহায়তা করে

ডুমুরে থাকা দ্রবণীয় ও অদ্রবণীয় ফাইবার অন্ত্রের গতিশীলতা বাড়ায়, ফলে মলত্যাগ সহজ হয়। এটি কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে কার্যকর। গবেষণায় দেখা গেছে, নিয়মিত ডুমুর খেলে স্বাভাবিক মলত্যাগের প্রবণতা বৃদ্ধি পায় এবং পরিপাকতন্ত্রের ভারসাম্য বজায় থাকে।

২. হৃদযন্ত্রের সুরক্ষা

এই ফলে প্রচুর পটাসিয়াম, ম্যাগনেসিয়াম ও ফাইটোস্টেরল থাকে, যা রক্তচাপ নিয়ন্ত্রণে ও খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করে। নিয়মিত খাদ্যতালিকায় ভেজানো ডুমুর যুক্ত করলে হৃদরোগের ঝুঁকি হ্রাস পেতে পারে। তবে এটি কখনোই চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধের বিকল্প নয়।

৩. অ্যান্টিঅক্সিডেন্ট বাড়ায়

ডুমুরে থাকা পলিফেনল ও অ্যান্টিঅক্সিডেন্ট যৌগ শরীরে জমে থাকা ফ্রি র‍্যাডিকেল দূর করতে সহায়তা করে। রাতে ভিজিয়ে রাখা ডুমুর ও সেই পানিসহ খেলে আরও বেশি অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়, যা প্রদাহ কমায় এবং রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর