[email protected] বৃহঃস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
১৫ কার্তিক ১৪৩২

৪৮তম বিশেষ বিসিএসের পদ বাড়ানোর সুযোগ নেই: স্বাস্থ্য মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৫ ৪:৫৯ এএম

সংগৃহীত ছবি

৪৮তম বিশেষ বিসিএসের পদ বাড়িয়ে চিকিৎসক নিয়োগের দাবিতে আন্দোলন চললেও পদ বৃদ্ধির আর কোনো সুযোগ নেই বলে জানিয়েছে সরকার।

বুধবার (২৯ অক্টোবর) স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং চিকিৎসক সংকট নিরসনের লক্ষ্যে ৪৮তম বিশেষ বিসিএসের মাধ্যমে ৩ হাজার ৬ জন সহকারী সার্জন ও ২৮০ জন সহকারী ডেন্টাল সার্জনসহ মোট ৩ হাজার ২৮৬ জন চিকিৎসককে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। ইতিমধ্যে তাঁদের স্বাস্থ্য পরীক্ষা শেষ হয়েছে এবং পুলিশ ভেরিফিকেশন শেষে দ্রুত নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হবে।

এর আগে মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে পদ বৃদ্ধির দাবিতে আন্দোলন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন চিকিৎসকেরা।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ৪৮তম বিসিএস পরীক্ষায় অংশ নিয়েছিলেন প্রায় ৪১ হাজার চিকিৎসক। তাঁদের মধ্যে অনেকে নির্বাচিত না হয়ে এখনো অপেক্ষমাণ রয়েছেন।

সাম্প্রতিক সময়ে নতুন করে আরও প্রায় ৫ হাজার চিকিৎসক যোগ হওয়ায় সরকারি চাকরির অপেক্ষমাণ চিকিৎসকের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৪৩ হাজার। ন্যায়বিচার ও সামঞ্জস্যের স্বার্থে চলমান বিসিএসের পদ আর বাড়ানোর সুযোগ নেই বলে উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রাথমিকভাবে ৩ হাজার পদের সুপারিশ থাকলেও পরবর্তীতে অতিরিক্ত ৫০০ পদের চাহিদা দেওয়া হয়েছিল।

এর মধ্যে ২৮৬টি পদ বাড়িয়েছে সরকার। বর্তমানে স্বাস্থ্য ক্যাডারে সহকারী সার্জনের ৪ হাজার ৮৩৭টি এবং সহকারী ডেন্টাল সার্জনের ১৫০টি শূন্য পদ রয়েছে।

এছাড়া চলমান অন্যান্য বিসিএসের (৪৪তম, ৪৫তম, ৪৬তম ও ৪৭তম) মাধ্যমে ৪ হাজার ৫২৩ জন চিকিৎসক নিয়োগ প্রক্রিয়াধীন।

এসব পদ পূরণ হলে আর কোনো শূন্য পদ অবশিষ্ট থাকবে না। নতুন চিকিৎসক নিয়োগের জন্য ভবিষ্যতে নতুন পদ সৃষ্টি করতে হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর