দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) আরও ৪ জনের মৃত্যু হয়েছে।
একই সময়ে নতুন করে ১ হাজার ৪১ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
মঙ্গলবার (২৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।মৃতদের মধ্যে তিন নারী, একজন পুরুষ
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একজন, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে একজন, ল্যাবএইড হাসপাতালে একজন এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে।
নিহতদের মধ্যে একজন পুরুষ ও তিনজন নারী, যাদের বয়স ৭ থেকে ৬৩ বছরের মধ্যে।
বিভাগভিত্তিক ভর্তি পরিস্থিতি
গত ২৪ ঘণ্টায় বিভাগভিত্তিকভাবে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন—
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে মোট ২৭৩ জনের মৃত্যু হয়েছে।
এর মধ্যে—
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এডিস মশার প্রজনন মৌসুম শেষের দিকে এলেও সংক্রমণের হার এখনো কমেনি। তাই নাগরিকদের সতর্কতা অবলম্বন ও আশপাশের স্থানে জমে থাকা পানি অপসারণের আহ্বান জানানো হয়েছে।
এসআর
মন্তব্য করুন: