[email protected] শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
১৫ কার্তিক ১৪৩২

ডেঙ্গুতে একদিনে ৪ জনের মৃত্যু, নতুন ভর্তি ১ হাজার ১৪৩ জন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৫ ৬:১১ পিএম

সংগৃহীত ছবি

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) ৪ জনের মৃত্যু হয়েছে।

একই সময়ে নতুন করে ১,১৪৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার (২৬ অক্টোবর) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মৃতদের মধ্যে বরিশাল বিভাগে ২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১ জন এবং রাজশাহী বিভাগে ১ জন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ১,১৪৩ জন রোগীর মধ্যে —

  • ঢাকা বিভাগে ২৮২ জন,
  • ঢাকা উত্তর সিটিতে ১৬৫ জন,
  • ঢাকা দক্ষিণ সিটিতে ১৫৪ জন,
  • বরিশাল বিভাগে ১৮৬ জন,
  • চট্টগ্রাম বিভাগে ১২১ জন,
  • খুলনা বিভাগে ৬৫ জন,
  • ময়মনসিংহ বিভাগে ৫৬ জন,
  • রাজশাহী বিভাগে ৫৬ জন,
  • রংপুর বিভাগে ৫০ জন, এবং
  • সিলেট বিভাগে ৮ জন ভর্তি হয়েছেন।

এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোট ৬৫ হাজার ৪৪০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬৩ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বর্তমানে রাজধানীসহ সারাদেশের সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ক্রমেই বাড়ছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর