[email protected] মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
২৮ আশ্বিন ১৪৩২

সারা দেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৫ ৭:১৫ পিএম

সংগৃহীত ছবি

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে।

একই সময়ে ৮৫৭ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ফলে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩৩ জনে।

সোমবার (১৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে—

  • বরিশাল বিভাগে: ১৬৩ জন
  • চট্টগ্রাম বিভাগে: ৮৭ জন
  • ঢাকা বিভাগে: ১৩৬ জন
    • এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে: ১৩৮ জন
    • ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে: ১৪৫ জন
  • খুলনা বিভাগে: ৬০ জন
  • ময়মনসিংহ বিভাগে: ৩৯ জন
  • রাজশাহী বিভাগে: ৭৬ জন
  • রংপুর বিভাগে: ৭ জন
  • সিলেট বিভাগে: ৬ জন ভর্তি হয়েছেন।

চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত দেশে মোট ৫৫ হাজার ৪১৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ইতোমধ্যে ৫২ হাজার ৫৬১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, শুধু গত ২৪ ঘণ্টায়ই ছাড়পত্র পেয়েছেন ৭৭৮ জন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, আবহাওয়া অনুকূলে থাকায় মশার প্রজনন বেড়ে গেছে, ফলে ডেঙ্গু সংক্রমণও কিছুটা বৃদ্ধি পেয়েছে। জনসচেতনতা ও স্থানীয় পর্যায়ের মশা নিধন কার্যক্রম জোরদার করার পরামর্শ দিয়েছেন তারা।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর