দেশে ডেঙ্গু জ্বরের প্রকোপ অব্যাহত রয়েছে।
গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) এ রোগে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৫৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
রোববার (১২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন রোগীদের মধ্যে ৬৯২ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে, আর ২৬১ জন রাজধানীর বাইরে ভর্তি হয়েছেন।
এ নিয়ে চলতি বছরে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৭ হাজার ৪৬৩ জনে, আর মৃতের সংখ্যা বেড়ে ২৩০ জনে পৌঁছেছে। বর্তমানে সারাদেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন প্রায় ৩ হাজার ৮৮৭ জন রোগী।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আবহাওয়ার অনিশ্চয়তা ও মশার বংশবিস্তার মৌসুম দীর্ঘায়িত হওয়ায় ডেঙ্গু সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় প্রশাসন ও নাগরিকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।
এসআর
মন্তব্য করুন: