[email protected] শনিবার, ১১ অক্টোবর ২০২৫
২৫ আশ্বিন ১৪৩২

শিক্ষাবিদ সৈয়দ মনজুরুল ইসলাম আর নেই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৫ ৮:১০ পিএম

সংগৃহীত ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক, কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক সৈয়দ মনজুরুল ইসলাম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (১০ অক্টোবর) বিকেল ৫টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

প্রকাশনা সংস্থা অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করে জানান,

“আজ সকালে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। বিকেল ৫টার দিকে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।”

পরিবারের সদস্যরা জানিয়েছেন, মরদেহ আজ রাতের মধ্যে বারডেমের হিমঘরে রাখা হবে। আগামীকাল শনিবার সকাল সাড়ে ১০টায় তাঁর মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে নেওয়া হবে। সকাল ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে মরদেহটি।

বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে জানাজা শেষে তাঁকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।

সাহিত্য, শিক্ষা ও সংস্কৃতিচর্চায় দীর্ঘদিন সক্রিয় থাকা সৈয়দ মনজুরুল ইসলাম ছিলেন বাংলা ও ইংরেজি উভয় ভাষার একজন উজ্জ্বল লেখক ও গবেষক। তাঁর মৃত্যুর খবরে দেশের সাহিত্য–সংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর