ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে।
এ নিয়ে চলতি বছরে দেশে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮৭ জনে। একই সময়ে নতুন করে ৬৬৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
বুধবার (২৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভর্তি রোগীদের মধ্যে বরিশালে ১৫৮ জন, চট্টগ্রামে ১০৬ জন, ঢাকার বাইরে ১২৬ জন, ঢাকা উত্তর সিটিতে ৯৪ জন, দক্ষিণ সিটিতে ৭৩ জন, খুলনায় ৪১ জন, ময়মনসিংহে ৩০ জন, রাজশাহীতে ৩৫ জন এবং রংপুরে ৫ জন। এ সময়ে মারা যাওয়া ৫ জনের মধ্যে ঢাকা দক্ষিণে ৩ জন ও উত্তরে ২ জন।
চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত দেশে মোট ৪৩ হাজার ৮৪১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
উল্লেখ্য, গত বছর (২০২৪) দেশে এক লাখ এক হাজারের বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হন এবং ৫৭৫ জন মারা যান। তার আগের বছর ২০২৩ সালে সর্বোচ্চ এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয় এবং আক্রান্তের সংখ্যা ছিল তিন লাখেরও বেশি।
এসআর
মন্তব্য করুন: