[email protected] মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
২৪ ভাদ্র ১৪৩২

নুরের স্বাস্থ্যের উন্নতি, মেমোরি লসের গুজব ভিত্তিহীন: ঢামেক পরিচালক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০২৫ ৫:২৮ পিএম

সংগৃহীত ছবি

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল কর্তৃপক্ষ।

তবে এখনও পুরোপুরি সুস্থ হতে কিছুটা সময় লাগবে।

সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ঢামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।

চিকিৎসকদের মূল্যায়ন

পরিচালক বলেন, “নুরের নাকের হাড় ভেঙে গেছে। এ কারণে মাঝে মাঝে সামান্য রক্তপাত হচ্ছে। সম্পূর্ণ সেরে উঠতে চার থেকে ছয় সপ্তাহ সময় লাগতে পারে। তবে মস্তিষ্কে রক্তক্ষরণের আশঙ্কা এখন আর নেই।”

তিনি আরও জানান, বর্তমানে নুরের হালকা জ্বর আছে। কিন্তু শর্ট-টাইম মেমোরি লস নিয়ে যে গুজব ছড়ানো হয়েছে তা একেবারেই সঠিক নয়। এই ধরনের আঘাতে এমন জটিলতার সম্ভাবনা নেই।

আসাদুজ্জামান বলেন, “তাকে এখনই বাসায় নেওয়া সম্ভব নয়। আরও কয়েক দিন হাসপাতালে রাখতে হবে। তবে পরিবার চাইলে বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যেতে পারে।”তদন্ত কমিশন গঠন

এদিকে নুরুল হক নুরের ওপর হামলার ঘটনার তদন্তে সরকার তিন সদস্যের একটি কমিশন গঠন করেছে।

কমিশনের সভাপতি করা হয়েছে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আলী রেজাকে।

সদস্য হিসেবে রয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার। গত ৪ সেপ্টেম্বর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

কমিশনকে ৩০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে হবে। তাদের সার্বিক সহযোগিতা ও ব্যয়ভার বহন করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রয়োজনে প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত কোনো কর্মকর্তাকে সহায়তায় যুক্ত করার ক্ষমতাও কমিশনকে দেওয়া হয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর