দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুই নারী মারা গেছেন।
একই সময়ে নতুন করে ৪৪৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
মারা যাওয়া দুইজনের একজনের বয়স ৩৫ এবং অপরজনের বয়স ৫৫ বছর।
গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে—
চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে ১২৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭০ জন পুরুষ ও ৫৭ জন নারী। এছাড়া এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩২ হাজার ৯৪৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
এসআর
মন্তব্য করুন: