দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে।
একই সময়ে নতুন করে ২৪৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
শনিবার (২৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী গত ২৪ ঘণ্টায় ভর্তি রোগীদের মধ্যে—
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, মারা যাওয়া ৪ জনের মধ্যে ২ শিশু চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে মিটফোর্ড হাসপাতালে। বাকি দুজন মারা গেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও মুগদা জেনারেল হাসপাতালে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ২২৬ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে জুলাই মাসে—৪১ জন।
২০২৪ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৫৭৫ জনের এবং আক্রান্ত হয়েছেন ১ লাখ ১ হাজার ২১৪ জন।
এসআর
মন্তব্য করুন: