[email protected] বুধবার, ২০ আগস্ট ২০২৫
৫ ভাদ্র ১৪৩২

চলতি বছরে ডেঙ্গুতে ২৭ হাজারের বেশি হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ আগষ্ট ২০২৫ ১০:১৯ পিএম

সংগৃহীত ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় ৩৫৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

তবে এ সময় কারও মৃত্যু হয়নি। চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১০৫ জনের, আর হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ২৭ হাজার ১১৫ জন।

মঙ্গলবার (১৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য থেকে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের আরও তথ্য অনুযায়ী, আগস্ট মাসে এপর্যন্ত ৬ হাজার ১৩৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং মারা গেছেন ২২ জন। বর্তমানে সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ১ হাজার ২৭৯ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকায় ৪৫৩ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে ৮৩৬ জন।

বছরের শুরু থেকে মাস অনুযায়ী হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ও মৃত্যু এইভাবে রেকর্ড করা হয়েছে:

জানুয়ারি: ভর্তি ১,১৬১ জন, মৃত্যু ১০ জন

ফেব্রুয়ারি: ভর্তি ৩৭৪ জন, মৃত্যু ৩ জন

মার্চ: ভর্তি ৩৩৬ জন, মৃত্যু তথ্য নেই

এপ্রিল: ভর্তি ৭০১ জন, মৃত্যু ৭ জন

মে: ভর্তি ১,৭৭৩ জন, মৃত্যু ৩ জন

জুন: ভর্তি ৫,৯৫১ জন, মৃত্যু ১৯ জন

জুলাই: ভর্তি ১০,৬৮৪ জন, মৃত্যু ৪১ জন

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদের সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি অনুসরণ করার আহ্বান জানিয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর