[email protected] মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫
৪ ভাদ্র ১৪৩২

৩৩ প্রকার ওষুধের দাম সর্বোচ্চ ৫০% পর্যন্ত কমাল ইডিসিএল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ আগষ্ট ২০২৫ ৯:১৪ পিএম

সংগৃহীত ছবি

৩৩ প্রকার অত্যাবশ্যকীয় ওষুধের দাম কমিয়েছে এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল)।

বুধবার রাজধানীতে কোম্পানির প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন ইডিসিএলের ব্যবস্থাপনা পরিচালক সামাদ মৃধা।

তিনি জানান, সিন্ডিকেট ভেঙে কাঁচামাল (র-ম্যাটেরিয়াল) যৌক্তিক দামে কেনার ব্যবস্থা করায় উৎপাদন খরচ কমেছে, ফলে ওষুধের দাম ১০% থেকে সর্বোচ্চ ৫০% পর্যন্ত কমানো সম্ভব হয়েছে।


মূল্যহ্রাসকৃত ওষুধের মধ্যে রয়েছে অ্যান্টিবায়োটিক, নিউমোনিয়া, সর্দি-জ্বর, উচ্চ রক্তচাপ, গ্যাস্ট্রিক আলসার, কৃমিনাশক, ব্যথানাশক, হাঁপানি ও ভিটামিন জাতীয় ওষুধ। উল্লেখযোগ্যভাবে দাম কমেছে—

  • ওমিপ্রাজল ক্যাপসুল
  • কেটোরোলাক ইনজেকশন
  • অনডানসেট্রন ইনজেকশন
  • সেফট্রিয়াক্সোন ইনজেকশন
  • সেফটাজিডিম ইনজেকশন
  • মেরোপেন ইনজেকশন

মনটিলুকাস্ট ট্যাবলেটের দাম ১০ টাকা ৬৭ পয়সা থেকে কমিয়ে ৫ টাকা করা হয়েছে। এছাড়া, গ্রামীণ ক্লিনিকে তালিকাভুক্ত ৩২ ধরনের ওষুধের মধ্যে ২২টির দামও কমানো হয়েছে। এর মধ্যে রয়েছে গ্যাস্ট্রিকের অ্যান্টাসিড, প্যারাসিটামল, সালবিউটামল, অ্যালবেনডাজল, ক্লোরামফেনিকল আই ড্রপ, মেটফর্মিনসহ নানা ওষুধ।

সংবাদ সম্মেলনে সামাদ মৃধা আরও জানান, ইডিসিএলের উৎপাদন সক্ষমতার তুলনায় দুই হাজারের বেশি অতিরিক্ত জনবল ছিল, যাদের অনেকের সনদ জাল এবং দক্ষতাও ছিল না। কাজ না করেও বেতন নেওয়া এমন অদক্ষ কর্মীদের মধ্যে ৭২২ জনকে ছাঁটাই করা হয়েছে। প্রতিষ্ঠানের স্বার্থে আরও এক হাজারের বেশি জনবল ছাঁটাই করার পরিকল্পনা রয়েছে। যাদের বাদ দেওয়া হয়েছে, তাদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগও রয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর