দেশে ডেঙ্গু জ্বরের প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এ রোগে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ৪২৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
মঙ্গলবার (৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ৫১ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১৩ হাজার ১৮৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকার রোগীর সংখ্যা ছিল ১২০ জন।
চলতি জুলাই মাসের প্রথম আট দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৮৯২ জন এবং এই সময়ে মৃত্যু হয়েছে ৯ জনের। বর্তমানে সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর সংখ্যা ১ হাজার ৩৫১ জন। এর মধ্যে রাজধানী ঢাকায় ভর্তি আছেন ৩৮৬ জন এবং ঢাকার বাইরে রয়েছেন ৯৬৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের মাসওয়ারি পরিসংখ্যান অনুযায়ী,
উল্লেখিত সময় পর্যন্ত এই পাঁচ মাসে মোট ২৩ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বর্ষাকালে এডিস মশার বিস্তাররোধে সতর্কতা অবলম্বন ও জনসচেতনতা বাড়ানোর ওপর জোর দিচ্ছেন।
এসআর
মন্তব্য করুন: