গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে।
একই সময়ে সারা দেশে নতুন করে ৪১৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
বুধবার (২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বশেষ মারা যাওয়া রোগী একজন নারী। নতুন আক্রান্তদের মধ্যে ৩২২ জনই ঢাকার বাইরের বিভিন্ন জেলার।
চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ৪৪ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ২৪ জন পুরুষ ও ২০ জন নারী।
এ বছর দেশে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ৯৮ জনে। এর মধ্যে ছয় হাজার ৫৬১ জন পুরুষ এবং চার হাজার ৫৩৭ জন নারী।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেছেন, বৃষ্টির মৌসুমে এডিস মশার বিস্তার বেড়ে যাওয়ায় ডেঙ্গুর ঝুঁকি বাড়ছে। তাই পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং প্রয়োজন হলে দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।
এসআর
মন্তব্য করুন: