[email protected] শুক্রবার, ৪ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

এক দিনে রেকর্ড ডেঙ্গু শনাক্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ জুন ২০২৫ ৮:০১ পিএম
আপডেট: ৩০ জুন ২০২৫ ৮:০৩ পিএম

সংগৃহীত ছবি

চলতি বছর ডেঙ্গু পরিস্থিতি আবারও উদ্বেগজনক হয়ে উঠেছে।

গত ২৪ ঘণ্টায় (২৯ জুন সকাল ৮টা থেকে ৩০ জুন সকাল ৮টা পর্যন্ত) সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪২৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যা ২০২৫ সালের মধ্যে এক দিনের সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড।

সোমবার (৩০ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন আক্রান্তদের মধ্যে সর্বাধিক ১৪৯ জনই বরিশাল বিভাগের বাসিন্দা। এরপর রয়েছে চট্টগ্রাম বিভাগে ৫৭ জন, রাজশাহীতে ৫৪ জন, ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকায় ৬১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৪২ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৪৫ জন। খুলনা বিভাগে ২১ জন রোগী ভর্তি হয়েছেন।

তবে স্বস্তির বিষয় হলো—এই সময়ে ডেঙ্গুতে নতুন কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতাল থেকে ৩৫৮ জন ডেঙ্গু আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত মোট ৯ হাজার ৮৭ জন রোগী চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত দেশে মোট ১০ হাজার ২৯৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ের মধ্যে প্রাণ হারিয়েছেন ৪২ জন।

বিশেষজ্ঞরা বলছেন, বর্ষা মৌসুমে এডিস মশার প্রজনন বৃদ্ধি পাওয়ায় ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে। তাই সতর্কতা এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের ওপর জোর দিচ্ছে স্বাস্থ্য বিভাগ।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর