চিকিৎসকদের পেশাগত মর্যাদা ও কর্মপরিবেশ উন্নয়নের অংশ হিসেবে অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম জানিয়েছেন, ৭ হাজার চিকিৎসককে পদোন্নতির সিদ্ধান্ত নিয়েছে সরকার।
পাশাপাশি চিকিৎসক ও সার্জনদের বেতন বৃদ্ধির প্রস্তাবনাও চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
মঙ্গলবার (১৩ মে) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) বাংলাদেশ চক্ষু চিকিৎসক সমিতির (ওএসবি) ৫২তম বার্ষিক বৈজ্ঞানিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব তথ্য জানান তিনি।
উপদেষ্টা বলেন, “দীর্ঘদিন ধরে অনেক চিকিৎসক তাদের ন্যায্য পদোন্নতি ও বেতন কাঠামোর পরিবর্তনের অপেক্ষায় ছিলেন। আমরা চাই চিকিৎসকরা উৎসাহ ও পেশাদারিত্ব নিয়ে দায়িত্ব পালন করুন, আর তার জন্য উপযুক্ত স্বীকৃতি ও প্রণোদনা প্রয়োজন।”
তিনি আরও বলেন, এই পদক্ষেপ স্বাস্থ্যখাতের মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং চিকিৎসকদের মধ্যে ইতিবাচক মনোভাব সৃষ্টি করবে। সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে দায়িত্ব পালনে তারা আরও আগ্রহী হবেন।
গ্রামীণ অঞ্চলে চিকিৎসক সংকটের বিষয়টি উল্লেখ করে নূরজাহান বেগম বলেন, “যারা অভিজ্ঞ, তাদের প্রত্যন্ত এলাকায় দায়িত্ব নিতে হবে। প্রয়োজনে তাদের জন্য বাড়তি সুবিধা নিশ্চিত করা হবে।”
তবে তিনি চিকিৎসকদের পেশাগত শৃঙ্খলা নিয়েও উদ্বেগ প্রকাশ করে বলেন, “অনেক চিকিৎসক সময়মতো হাসপাতালে যান না, এটি দুঃখজনক। রোগীদের জন্য সহজ ও নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে হলে দায়িত্বশীল আচরণ জরুরি।”
প্রযুক্তিনির্ভর স্বাস্থ্যসেবার প্রসার বিষয়ে উপদেষ্টা বলেন, “আমরা রোবটিক্স ফিজিওথেরাপির মতো আধুনিক সেবা চালু করতে চাই, যাতে দেশের মানুষকে চিকিৎসার জন্য আর বিদেশে ছুটতে না হয়।”
তিন দিনব্যাপী এই সম্মেলনে দেশ-বিদেশের চক্ষু বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন। থাকবে গবেষণাপত্র উপস্থাপন, প্রযুক্তি ও কৌশল বিনিময় এবং উন্নত চিকিৎসা সেবার দিক নিয়ে বিভিন্ন আলোচনা।
উদ্বোধনী অনুষ্ঠানে ওএসবি আহ্বায়ক অধ্যাপক ডা. মো. শাহাব উদ্দিন, অভ্যর্থনা কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডা. খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী এবং সদস্য সচিব অধ্যাপক ডা. মো. জিন্নুরাইন (নিউটন) বক্তব্য রাখেন।
এসআর
মন্তব্য করুন: