দুই দফা দাবিতে শনিবার (৮ মার্চ) থেকে কর্মবিরতি শুরু করতে যাচ্ছে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসক ফোরাম।
দুই দফা দাবিতে শনিবার (৮ মার্চ) থেকে কর্মবিরতি শুরু করতে যাচ্ছে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসক ফোরাম
প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলবে এই কর্মসূচি, যা তিন দিনব্যাপী চলবে।
শুক্রবার (৭ মার্চ) ফোরামের পক্ষ থেকে ডা. মোহাম্মদ আল আমিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে, ২৫ ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে সংগঠনটি এই কর্মসূচির ঘোষণা দিয়েছিল।
কর্মসূচির বিস্তারিত:
ফোরামের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে ১১ মার্চ থেকে অনির্দিষ্টকালের জন্য পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হবে।
১. চিকিৎসা শিক্ষার মানোন্নয়ন ও এমবিবিএস ডিগ্রির আন্তর্জাতিক স্বীকৃতি বজায় রাখতে দ্রুত ও পূর্ববর্তী সময় অনুসারে পদোন্নতি নিশ্চিত করা এবং অন্তঃ ও আন্তঃক্যাডার বৈষম্য দূর করা।
2. তৃতীয় গ্রেডপ্রাপ্ত সব যোগ্য চিকিৎসককে নির্দিষ্ট সময় পর দ্বিতীয় ও প্রথম গ্রেডে পদোন্নতি প্রদান করে ন্যায্য অধিকার নিশ্চিত করা।
সংগঠনটির দাবি, এই কর্মসূচির উদ্দেশ্য কেবলমাত্র চিকিৎসকদের ন্যায্য অধিকার আদায়, যা দেশের চিকিৎসা ব্যবস্থার মানোন্নয়নে সহায়ক হবে।
এসআর
মন্তব্য করুন: