মেডিকেল ভর্তি পরীক্ষায় কোটা পদ্ধতির প্রতিবাদে রোববার (১৯ জানুয়ারি) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিক্ষোভ মিছিল করেছে একদল শিক্ষার্থী।
রাত ১১টার দিকে হল এলাকা থেকে শুরু হওয়া মিছিলটি ভিসি চত্বর, টিএসসি হয়ে শহীদ মিনারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারীরা কোটাবিরোধী নানা স্লোগান দেন এবং দ্রুত এ পদ্ধতি বাতিলের দাবি জানান।
কোটার বৈষম্যের বিরুদ্ধে শিক্ষার্থীদের বক্তব্য
বিক্ষোভে শিক্ষার্থীরা অভিযোগ করেন, কোটা পদ্ধতির কারণে মেধাবী শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছেন।
তারা বলেন, "আমাদের অনেক ভাই নিজেদের জীবন দিয়ে বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছেন। এখনো সেই বৈষম্য রয়ে গেলে, তা তাদের আত্মত্যাগের প্রতি বেইমানি হবে।"
তারা আরও বলেন, "কেউ যদি ৪১ পেয়ে চান্স পায় আর ৭৩ পাওয়া কেউ বাদ পড়ে, তাহলে সেটি বৈষম্য ছাড়া কিছু নয়।
এ পরিস্থিতি পরিবর্তনের জন্য আবার রাজপথে নামতে হলে, বর্তমান সরকারের অবস্থাও পূর্ববর্তী সরকারের মতো হতে পারে।
বিক্ষোভকারীরা অবিলম্বে মেডিকেল ভর্তি পরীক্ষার ফল বাতিল এবং সকল চাকরির পরীক্ষায় অযৌক্তিক কোটা পদ্ধতি বিলুপ্ত করার দাবি জানান।
তাদের মতে, এটি দেশের মেধাবীদের জন্য ন্যায্য প্রতিযোগিতার পরিবেশ নিশ্চিত করবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এসআর
মন্তব্য করুন: