[email protected] মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
৩১ আষাঢ় ১৪৩২

দেশে প্রথমবার রিওভাইরাস শনাক্ত, আক্রান্ত পাঁচজন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২৫ ১২:৫০ পিএম

ফাইল ছবি

বাংলাদেশে প্রথমবারের মতো রিওভাইরাস শনাক্ত করেছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।

পাঁচজন রোগীর নমুনায় এই ভাইরাস পাওয়া গেছে। তবে আক্রান্তরা গুরুতর স্বাস্থ্য ঝুঁকিতে ছিলেন না এবং চিকিৎসার পর সবাই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

আইইডিসিআরের পরিচালক অধ্যাপক তাহমিনা শিরিন জানান, সম্প্রতি নিপাহ ভাইরাসের মতো উপসর্গ নিয়ে আসা ৪৮ জন রোগীর নমুনা পরীক্ষা করা হয়।

এর মধ্যে পাঁচজনের শরীরে রিওভাইরাস শনাক্ত হয়। যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ গবেষণার অংশ হিসেবে এই নমুনাগুলো পরীক্ষা করা হয়।

তিনি বলেন, রিওভাইরাস সাধারণত কাশি ও হাঁচির মাধ্যমে ছড়ায় এবং এর উপসর্গের মধ্যে শ্বাসকষ্ট, জ্বর, মাথাব্যথা, বমি এবং ডায়রিয়া অন্তর্ভুক্ত।

গুরুতর ক্ষেত্রে এটি নিউমোনিয়া বা এনসেফালাইটিসের (মস্তিষ্কে প্রদাহ) কারণ হতে পারে। শিশু এবং বয়স্করা এই ভাইরাসে বেশি ঝুঁকিতে থাকলেও আতঙ্কের কিছু নেই।

অধ্যাপক তাহমিনা আরও জানান, দেশে অনেক এনসেফালাইটিস রোগীর কারণ অজানা থেকে যায়। এই গবেষণা এমন রোগীদের চিকিৎসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

উল্লেখ্য, রিওভাইরাস নতুন কোনো জীবাণু নয়। ১৯৫০ সালে বিশ্বে প্রথমবার এটি শনাক্ত হয়। শীতকালে এই ভাইরাসের প্রকোপ তুলনামূলক বেশি দেখা যায়।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর