আজ বিশ্ব নিউমোনিয়া দিবস।
বাংলাদেশে শিশু মৃত্যুর কারণগুলোর মধ্যে নিউমোনিয়া অন্যতম; প্রায় ১৮ শতাংশ শিশু মৃত্যুর পেছনে রয়েছে এই রোগটি।
শনিবার দুপুর দেড়টায় বাংলাদেশ শিশু হাসপাতালের ৭১২ নম্বর নিউমোনিয়া ওয়ার্ডের বারান্দায় মা সুমাইয়া আক্তার তার ১৩ মাস বয়সী সন্তান আরবিকে কোলে নিয়ে হাঁটাচলা করছিলেন। ছোট্ট আরবি মায়ের সঙ্গে লেপ্টে থেকে শ্বাস নিতে কষ্ট পাচ্ছিল, প্রতিটি শ্বাস তার বুক ওঠানামার মাধ্যমে বোঝা যাচ্ছিল এবং মাঝে মাঝে সে কান্না করছিল।
সুমাইয়া জানান, আরবির জন্মের ছয় মাস পর থেকেই ঠান্ডাজনিত সমস্যা দেখা দেয়।
এরপর থেকেই নিউমোনিয়ার ঝুঁকিতে রয়েছে সে, যার ফলে তার ফুসফুসে সংক্রমণ ছড়িয়ে পড়ে। বছরের বেশিরভাগ সময়েই ঠান্ডা ও জ্বরে ভুগতে থাকে আরবি।
আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে এবারও তার শ্বাসকষ্ট বেড়ে গেছে।
বিশেষজ্ঞদের মতামত:
বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের অনেক শিশু প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত থাকে, যা নিউমোনিয়ার প্রকোপ বাড়ায়।
সচেতনতা বৃদ্ধি এবং সময়মতো চিকিৎসা নেওয়া হলে শিশুদের মধ্যে এই মৃত্যুহার কমানো সম্ভব।
এসআর
মন্তব্য করুন: