রংপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ মাহফুজার রহমানকে অপসারণের দাবিতে আসছে বুধবার থেকে পূর্ণাঙ্গ শাটডাউনের ঘোষণা দিয়েছে ছাত্র-শিক্ষক এবং কর্মচারীসহ বৈষম্যবিরোধী আন্দোলনকারীরা।
।এছাড়া, মঙ্গলবার থেকে প্রতিদিন দুই ঘণ্টা করে কর্মবিরতিরও ঘোষণা দেওয়া হয়েছে।
রোববার (৩ নভেম্বর) দুপুরে ‘বৈষম্যবিরোধী’ ব্যানারে আন্দোলন কমিটির সাধারণ সম্পাদক এবং মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. শরিফুল ইসলাম মণ্ডল এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন।
তিনি বলেন, “অধ্যক্ষ মাহফুজার রহমানকে যদি অবিলম্বে অপসারণ না করা হয়, তাহলে রংপুর মেডিক্যাল কলেজে ইনডোর ও আউটডোর সেবা দুই ঘণ্টা বন্ধ থাকবে।” আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তিনি।
গত ৩১ অক্টোবর ডা. মাহফুজার রহমানকে রংপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগের প্রজ্ঞাপন জারি হওয়ার পর থেকেই তার অপসারণের দাবিতে আন্দোলন শুরু হয়।
আন্দোলনকারীদের অভিযোগ, মাহফুজার রহমান পূর্বে ভাইস প্রিন্সিপাল থাকাকালে কলেজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দমনমূলক আচরণ করেছিলেন এবং কিছু ঘটনার তদন্ত রিপোর্ট বিকৃত করার চেষ্টা করেছিলেন।
এসআর
মন্তব্য করুন: