দেশে ডেঙ্গু জ্বরের প্রকোপ অব্যাহত থাকায় মৃত্যুর সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে এবং ৯৬৬ জন নতুন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১০ জনে, আর আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৬৩ হাজার ১৬৫ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, শনিবার (২ নভেম্বর) সন্ধ্যায় দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১০ জনের মধ্যে চারজন ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনের, তিনজন বরিশাল বিভাগের, একজন ঢাকার, একজন খুলনার এবং একজন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা।
বর্তমানে ঢাকার দুই সিটি করপোরেশনে সর্বাধিক ৪৫২ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন।
এছাড়া, ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ১৬৯ জন, চট্টগ্রাম বিভাগে ৭১ জন, বরিশাল বিভাগে ১২৫ জন, খুলনা বিভাগে ৮১ জন, ময়মনসিংহ বিভাগে ৪০ জন, রাজশাহী বিভাগে ২১ জন এবং সিলেট বিভাগে ৫ জন রোগী ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।
ডেঙ্গুর ক্রমবর্ধমান প্রাদুর্ভাব নিয়ে জনসাধারণকে সচেতন থাকার জন্য এবং এডিস মশা নিয়ন্ত্রণে পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।
এসআর
মন্তব্য করুন: